প্যারিস অলিম্পিক: সেরা-৩২ এর লড়াইয়ে আজ নামছেন সাগর
প্যারিস অলিম্পিকে ইতিমধ্যেই নিজেদের বাছাইপর্ব থেকেই বিদায় নিয়েছেন শুটার রবিউল ইসলাম ও সাঁতারু সামিউল ইসলাম রাফি। তবে এখনও আশা ধরে রেখেছেন অলিম্পিকে একমাত্র বাংলাদেশি অ্যাথলেট হিসেবে সরাসরি সুযোগ পাওয়া আর্চার সাগর ইসলাম। র্যাঙ্কিং রাউন্ডে ৪৫তম হবার পর এবার সেরা-৩২ এ উঠার লড়াইয়ে নামবেন ১৮ বছর বয়সী এই তরুণ আর্চার।
সেরা-৩২ এর লড়াইয়ে আজ (বুধবার) বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় অলিম্পিকের রুপাজয়ী ইতালিয়ান আর্চার মাউরো নেসপোলির বিপক্ষে নামবেন সাগর।
প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী বাংলাদেশি অ্যাথলেটদের মধ্যে সবচেয়ে কম বয়সী এই সাগর। তাকে নিয়ে দেশের মানুষের মতো বড় আশা রাখছেন কোচ মার্টিন ফ্রেডেরিকও। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘তিন দিন ধরে বিশেষ প্রস্তুতি নিয়েছে সে। নিজের সেরাটা দিতে মানসিকভাবে তৈরি সে। আমি তাকে নিয়ে ভালো কিছুর আশাই করছি।’
এর আগে র্যাঙ্কিং রাউন্ডে ৭২টি তীর ছুঁড়ে সাগরের স্কোর ছিল ৬৫২। এতে ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়েছিলেন তিনি।