শিক্ষার্থীদের পক্ষ নিয়ে কথা বললেন আশরাফুল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রভাব দেখা যাচ্ছে পুরো দেশজুড়েই। বড় শহরগুলোর পাশাপাশি ছোট শহরগুলোর রাজপথেও আন্দোলনে অংশ নিয়েছেন অগণিত মানুষ। এই আন্দোলনকে কেন্দ্র করে হওয়া সকল ধরণের নৃশংসতার বিপক্ষে প্রতিবাদ করেছেন দেশের শিল্পী, সাহিত্যিক, তারকারা সহ ক্রীড়াঙ্গনের মানুষরাও।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান সময়ের প্রায় সব খেলোয়াড়ই যার যার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন করে পোস্ট দিয়েছেন। এবার সে তালিকায় যোগ হলেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

বিজ্ঞাপন

নিজের ব্যক্তিগত ফেসবুকে বড় একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে সরাসরি ছাত্রদের এই আন্দোলনের পক্ষে লিখেছেন বাংলাদেশে ক্রিকেটের অন্যতম বড় এই তারকা।

আন্দোলনের পক্ষ নিয়ে তিনি লিখেন, ‘আমার ব্যক্তিগত অবস্থান, বৈষম্যবিরোধী ন্যায়ভিত্তিক চলমান ছাত্র আন্দোলনের পক্ষে আছি, ছিলাম ও থাকব ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

পোস্টে আশরাফুল আরও লিখেছেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আজ আপনি যতবড় ক্রিকেটার বা স্টারই হোন না কেন, আপনার দেশ, আপনার দেশের শিক্ষার্থী তথা তরুন সমাজ সর্বোপরি দেশের সকল শ্রেণি-পেশার মানুষ আপনার অহংকার। আর তাদের সাপোর্ট ও ভালোবাসাতেই আজ আপনি তারকা, মহাতারকা।’

তারকাদের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, বড়বড় তারকারা যারা এখনো আপনাদের সাথে যুক্ত হননাই, তারা হয়তো বিশেষ অসুবিধার মধ্যেই আছেন। হয়তোবা পরবর্তীতে অতি দ্রুতই আপনাদের এই নৈতিক আন্দোলনের সঙ্গে যোগ দিবেন।’

আশরাফুল চান, শুধু কোটার বৈষম্য নয় বরং দেশে বিরাজমান সকল সংকট ও বৈষম্য থেকে সবাই মুক্তি পাক।