প্যারিসের দ্রুততম মানবী সেন্ট লুসিয়ার জুলিয়েন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিরোনাম দেখেই কিছুটা অন্যরকম লাগার কথা। তেমন কিছুই ঘটেছে এবারের প্যারিস অলিম্পিকে। ১০০ মিটার স্প্রিন্টের মেয়েদের বিভাগে যেখানে চলে আসছিল আমেরিকান-জ্যামাইকানদের রাজত্ব সেখানে নতুন নাম সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে গত রাতে শাকারি রিচার্ডসনকে ছাড়িয়ে সোনা জেতেন জুলিয়েন। 

বিজ্ঞাপন

অলিম্পিকের মঞ্চে এটি সেন্ট লুসিয়ার প্রথম পদক। সেটিও আবার তর্কসাপক্ষে অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে। দেশের হয়ে ইতিহাস গড়া এই সোনা জিততে জুলিয়েন সময় নেন  ১০ দশমিক ৭২ সেকেন্ড। 

অ্যাথলেটিকসের সেই ইভেন্টে বেগুনী ট্র্যাকে ১০ দশমিক ৮৭ সেকেন্ড নিয়ে রুপা জেতেন যুক্তরাষ্ট্রের শাকারি রিচার্ডসন এবং ১০ দশমিক ৯২ সেকেন্ড সময় ব্রোঞ্জ জেতেন তারই স্বদেশী জেফারসন মেলিনা। 

বিজ্ঞাপন

ইতিহাস গড়া পদকে জুলিয়েন অবশ্য ভাঙতে পারেনি অলিম্পিকের রেকর্ড। টোকিও অলিম্পিকে ১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন  জ্যামাইকার এলানিনে থম্পসন-হেরাহ। অলিম্পিকের মেয়েদের এই ইভেন্টের রেকর্ডের রাজত্ব তাই থাকল জ্যামাইকার কাছে। 

এদিকে রিচার্ডসনের সঙ্গে জুলিয়েনের প্রতিদ্বন্দ্বিতা মোটেও সহজ কিছু ছিল না। গত বছর বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৬৫ সেকেন্ড সময় নিয়ে শোনা জিতেছিলেন রিচার্ডসন। এদিকে প্যারিস অলিম্পিকের সেমি থেকেই যখন সরে দাঁড়ান জ্যামাইকার দৌড়বিদ শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস তখন যুক্তরাষ্ট্রের ঝুলিতেই সোনা দেখছিল সবাই। তবে সব সমীকরণ সম্ভবনা উড়িয়ে প্যারিস অলিম্পিকের দ্রুততম মানবীর বনে যান জুলিয়েন।