আবারও হুমকির সম্মুখীন ইসরায়েলের অ্যাথলেটরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্যারিস অলিম্পিকে গেল সপ্তাহে ইসরায়েলের তিন অ্যাথলেট মৃত্যুর হুমকি পেয়েছিলেন। সেই ঘটনার তদন্ত এখনো চলমান। এরই মাঝে আবারও ইসরায়েলের অ্যাথলেটদের হুমকি দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে অলিম্পিকের ইভেন্ট থেকে মনোযোগ সরাতেই কোনো পক্ষ এই কাজ করছে।

হুমকির সম্মুখীন হওয়া অ্যাথলেটদের মধ্যে উইন্ড সার্ফিংয়ে সোনা জেতা টম রিভেনি আছেন। ২৪ বছর বয়সী এই ইসরায়েলি অ্যাথলেট বলেছেন, ‘আমার মনে হয় খেলাধুলায় রাজনীতি যুক্ত থাকা উচিত নয়। বিশেষ করে অলিম্পিক গেমসে। দুর্ভাগ্যজনকভাবে অনেক রাজনীতি এখানে জড়িত। অনেকে চায় না আমরা এখানে থাকি। আমি অনেক বার্তা ও হুমকি পেয়েছি।’

বিজ্ঞাপন

খেলোয়াড়দের ভেতর মানসিক উদ্বেগ ছড়িয়ে দিতে এ হুমকিগুলো দেওয়া হয়েছে, এমনটা মনে করছেন অলিম্পিকের আয়োজক এবং নিরাপত্তা প্রদানকারীরা।

এবারের অলিম্পিকে অংশ নেওয়া ফিলিস্তিনের সাঁতারু ভালেরি তারাজি বলেছেন নিজ দেশের করুণ পরিস্থিতির কথা, ‘ফিলিস্তিনের মানুষদের জীবনকে মানুষ এখন শুধুই একটা সংখ্যা হিসেবে দেখছে, এটা খুব কষ্টের। অ্যাথলেট হিসেবে আমরা বাকি সবার মতোই লড়াই করতে চাই। আবার মানুষ হিসেবেও আমাদের জীবন আছে। অন্য সবার মতো আমরাও আমাদের বাড়িতে থাকতে চাই।’

বিজ্ঞাপন

গাজা উপত্যকায় ইসরায়েল-ফিলিস্তিনের চলমান যুদ্ধ যেন থামার নাম নেই। এই মর্মান্তিক যুদ্ধে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। সেই দেশের অ্যাথলেটরা আশা করেন দেশের এই খারাপ সময়ে অলিম্পিকের মঞ্চ থেকে ভালো কিছু উপহার হিসেবে নিয়ে দেশের মানুষের মনে কিছুটা হলেও স্বস্তি দিতে। নিজেদের সেরাটাই তাই খেলছেন তারা।