ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতকে টানা দ্বিতীয় ম্যাচে হারিয়ে ঘরের মাঠে মাত্রই ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে লঙ্কানরা। দীর্ঘ ২৭ বছর পর ভারতকে ওয়ানডে সিরিজ হারাল তারা। ঠিক একই সময়ে আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা।

আগামী ২১ আগস্ট থেকে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবেন কুসাল-ম্যাথিউস-মেন্ডিসরা। ম্যানচেস্টারে হবে সিরিজের প্রথম টেস্ট। পরের দুই টেস্ট হবে যথাক্রমে ২৯ আগস্ট এবং ৬ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন

১৮ সদস্যের লঙ্কান স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ৩৩ বছর বয়সী নিসালা থারাকার। এছাড়াও প্রথমবারের মতো টেস্ট দলে আছেন পেসার মিলান রাত্নায়েকেও। 

ইংল্যান্ড সিরিজে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডঃ

বিজ্ঞাপন

ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসাল মেন্ডিস (সহ-অধিনায়ক), দিমুথ করুনারত্নে, নিশান মাদুশঙ্কা, পাথুম নিসাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, আসিথা ফার্নান্দো, ভিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, নিসালা থারাকা, প্রবাথ জায়াসুরিয়া, রামেশ মেন্ডিস, জেফ্রি ভ্যান্ডারসে, মিলান রাত্নায়েকে।