মাদকদ্রব্য কেনার দায়ে প্যারিসে গ্রেপ্তার অস্ট্রেলিয়ার অলিম্পিয়ান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টোকিও অলিম্পিকে রুপা জয়ের পর ২০২২ কমনওয়েলথ গেমসে সোনা জতেন অস্ট্রেলিয়া হকি দল। সেই ধারা ধরে রেখেই এবার প্যারিস অলিম্পিকেও তাদের নজর ছিল স্বর্ণপদকেই। তবে সেই স্বপ্ন শেষ হয় কোয়ার্টার ফাইনালেই। গত রোববার নেদারল্যান্ডসের কাছে ২-০ ব্যবধানে হেরে। তবে হারের পরই অলিম্পিকে দলটি এবার নাম লেখাল বিতর্কিত ঘটনায়।

প্যারিসে মাদকদ্রব্য কোকেইন কেনার দায়ে মঙ্গলবার গ্রেপ্তার হন অস্ত্রেলিয়ার হকি দলের খেলোয়াড় টম ক্রেইগ। তবে ২৮ বছর বয়সী এই অ্যাথলেট পরদিনই ছাড়া পেয়েছে বলে জানায় ফ্রান্সের প্রসিকিউটরের কার্যালয়।

বিজ্ঞাপন

এদিকে এক কাণ্ডে জড়ানোর জন্য পড়ে ক্ষমাও চেয়েছেন ক্রেইগ। এদিকে অলিম্পিকে অস্ট্রেলিয়ার কমিটি ক্রিইগ গ্রেপ্তারের পরই এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছিল। সেখানে অবশ্য কারও নাম উল্লেখ ছিল না। পরে ক্রেইগ কোনো মামলায় অভিযুক্ত হননি বলেও জানায় তারা।

প্যারিস অলিম্পিকে হকির সোনা লড়াইয়ের ম্যাচটি হবে আজ (বৃহস্পতিবার)। ফাইনালে জার্মানি ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। এদিকে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে সন্ধ্যা ৬টায় নামবে ভারত ও স্পেন।

বিজ্ঞাপন