মেসির ফেরা নিয়ে যা বললেন মায়ামি কোচ 

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার ফাইনালে একের পর এক আঘাত পেয়ে শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেঞ্চে বসে লিওনেল মেসির অঝোরো কাঁদার দৃশ্য এখনও ভোলেননি তার সমর্থকরা। তখন অনেকেই এমনটাই ধারণা করে নিয়েছিলেন, লম্বা  সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হবে এই আর্জেন্টাইন মহাতারকাকে। ম্যাচের পর আর্জেন্টিনা দল থেকে জানানো হয়েছিল চোট থেকে ফিরতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে মেসির। 

এবার মেসির সর্বশেষ অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ টাটা মার্তিনো। তার সুরে মিলল আশার বাণী। চোট থেকে সেরে ওঠার নির্ধারিত সময়ের মধ্যেই মেসি মাঠে ফিরবেন বলে আশা রাখছেন মায়ামি কোচ। 

বিজ্ঞাপন

লিগস কাপে শেষ-৩২ এর লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে মেসির প্রসঙ্গে টেনে মার্তিনো বলেন, ‘লিও’র ইনজুরির অবস্থা দিনকে দিন ভালো হচ্ছে। সে এখনও জিমে ট্রেনিং করছে। মাঠে এখনও শুরু করেনি। তবে সে দ্রুত সেরে উঠছে। তার সেরে ওঠার ক্ষেত্রে আমরা যে সময়টা নির্ধারণ করেছিলেন আশা করছি তার মধ্যেই সেরে উঠতে পারবে।’

কোপার সফল মিশন শেষেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন মেসি। নিয়মিত করছেন জিম সেশন। এতেই মাঠের ফেরার সময়টায় দেরি করবেন না মেসি বলেই আশ্বাস মায়ামি কোচের।  

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটে লিগস কাপে শেষ-৩২ এর লড়াইয়ে নামছে ইন্টার মায়ামি। বিপক্ষে খেলবে কানাডিয়ান ক্লাব টরোন্টো এফসি।