মাংস খেয়েই সর্বনাশ অ্যাথলেটের!

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এলিনি-ক্লদিয়া পোলাক

এলিনি-ক্লদিয়া পোলাক

প্যারিস অলিম্পিকে ডোপ টেস্টে পজিটিভ আসায় এর আগেও আরও তিনজন অ্যাথলেটকে চলতি আসর থেকে নিষিদ্ধ করা হয়। এবার সে তালিকায় যুক্ত হলো আরও এক নাম। গ্রিকের পোল ভল্টার এলিনি-ক্লদিয়া পোলাককে নিষিদ্ধ করল অলিম্পিক অ্যাসোসিয়েশন।

২৭ বছর বয়সী এই ক্রীড়াবিদের ডোপ পরীক্ষায় অননুমোদিত বস্তুর অস্তিত্ব পাওয়া গিয়েছে। মঙ্গলবার গ্রিক অলিম্পিক কমিটি (এইচওসি) থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল এই তথ্য। যদি তখন অ্যাথলেটের নাম প্রকাশ হয়নি।

বিজ্ঞাপন

নিষিদ্ধ হওয়ার পর এলিনি বলেন মাংস খেয়েই সমস্যায় পড়লেন তিনি, ‘কয়েক দিন আগে আমার নমুনা পরীক্ষায় কিছু একটা পাওয়া গিয়েছিল। আমি কখনোই বাড়তি কিছু গ্রহণ করিনি। নমুনায় যেটা পাওয়া গিয়েছিল সেটাও অনুমোদিত সীমার মধ্যেই ছিল। যে কারণে আমি প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমার আয়রনের সমস্যা আছে। যে কারণে প্রতিদিন রেড মিট খেতে হয়। কিছু থেকে থাকলে সেটা ওই মাংসেই ছিল।’

এলিনির ভাষ্যমতে, তিনি জেনেবুঝে নেশাজাতীয় কোনো দ্রব্য সেবন করেননি যাতে ডোপ টেস্টে তাকে নিষিদ্ধ হতে হয়। বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে মনে করছেন গ্রিকের এই পোল জাম্পার।

বিজ্ঞাপন