দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ আবুধাবি টি-টেন লিগের কোচ ও মালিক
আবুধাবিতে চলছে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-টেন লিগ। ফ্র্যাঞ্চাইজি লিগে ম্যাচ ফিক্সিং এবং দুর্নীতির নজির এর আগেও আছে। তবে এবার দুর্নীতি মামলায় ফাঁসলেন কোচ ও মালিকপক্ষ। এই নিয়ে টি-টেন লিগে মোট ৮ জন দুর্নীতির জন্য শাস্তি পেলেন।
দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হয়েছেন পুনে ডেভিলসের ব্যাটিং কোচ আশার জাইদি এবং দুই সহ-মালিক পারাগ সাঙ্ঘাভি ও কৃষান কুমার চৌধুরি। গতকাল (বুধবার) আনুষ্ঠানিক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
‘কোচ জাইদিকে ৫ বছর এবং বাকি দুই সহ-মালিককে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’
তবে এই তিনজন অপরাধীর ক্ষেত্রেই নিষেধাজ্ঞার শেষ বছরটি স্থগিত রাখা হবে। অর্থাৎ জাইদি চার বছর এবং পারাগ ও কৃষান এক বছর পরই ক্রিকেটের সঙ্গে আবারও যুক্ত হতে পারবেন।
২০২১ সালের আবুধাবি টি-টেন লিগে ম্যাচে বেটিং করা এবং ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা কর্তিপক্ষকে না জানানোসহ একাধিক অভিযোগ আনা হয়েছে এই তিন জনের বিরুদ্ধে। তাদের এই শাস্তির থেকে বাকিরা সাবধান হবে ও পরবর্তীতে এরকম কার্যকলাপের সঙ্গে যুক্ত হবে না বলে আশাবাদী ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট।