রেকর্ড গড়ে পাকিস্তানকে সোনা এনে দিলেন আরশাদ নাদিম

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নীরাজ চোপড়া গেল বারের অলিম্পিক চ্যাম্পিয়ন। এবারও ফেভারিটই ছিলেন জ্যাভলিন থ্রো বা বর্শা নিক্ষেপ বিভাগের লড়াইয়ে। তবে সেই লড়াইয়ে শেষ হাসিটা হাসলেন পাকিস্তানের আরশাদ নাদিম। অলিম্পিকের রেকর্ড গড়ে তিনি জিতেছেন সোনা।

অলিম্পিকের মঞ্চে সবশেষ কোনো পদক পাকিস্তান জিতেছিল ১৯৯২ সালে। যদি ব্যক্তিগত ইভেন্ট থেকে পদকটা এসেছিল চারও চার বছর আগে। আর যদি ধরা হয় ব্যক্তিগত ইভেন্ট কিংবা ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সোনার হিসেব, তাহলে পাকিস্তান কখনও কোনো সোনা জেতেনি। 

বিজ্ঞাপন

সে আক্ষেপটা ঘোচালেন আরশাদ নাদিম। প্যারিসে এই বর্শানিক্ষেপক গত রাতে হারিয়েছেন গেল বারের সোনাজয়ী নীরাজ চোপড়াকে। সঙ্গে তিনি গড়ে ফেলেছেন অলিম্পিক রেকর্ডও। 

গত রাতে স্তাদ দি ফ্রান্সে তার ছোঁড়া দ্বিতীয় বর্শাটা রেকর্ডটা গড়ে। গিয়ে পড়ে ৯২.৯৭ মিটার দূরে। অলিম্পিকের ইতিহাসে আর কারো থ্রোই এত দূরত্ব পার করতে পারেনি কখনো। এমন দৃশ্য চলতি বছর অন্য কোনো প্রতিযোগিতাতেও দেখা যায়নি। 

বিজ্ঞাপন

ওদিকে গেল বারের সোনাজয়ী নীরাজের থ্রো গিয়ে পড়েছে ৮৯.৪৫ মিটার দূরে। ফাইনালের মঞ্চে তিনি বৈধ থ্রো করেছেন ওই একটাই। বাকি পাঁচ থ্রোতেই হয়েছে ফাউল। তিনি শেষ করেন রূপা জিতে। ৮৮.৫৪ মিটারের থ্রো করে ব্রোঞ্জ জিতেছেন অ্যান্ডারসন পিটারস।