ফ্রান্সকে হারিয়ে অলিম্পিকের সোনা জিতল স্পেন
অলিম্পিক ফুটবলের ফাইনালে আজ সোনার পদকের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল স্বাগতিক ফ্রান্স আর স্পেন। রোমাঞ্চকর সেই ম্যাচে ৫-৩ গোলে জিতেছে স্পেন। তাতে ৩২ বছর পর অলিম্পিক ফুটবলের সোনা জিতল স্প্যানিশরা।
পার্ক দেস প্রিন্সে আজ ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ফ্রান্স। স্পেন গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে গোল করে বসেন ফরাসি ফরোয়ার্ড এনজো মিলো।
স্পেন ম্যাচে ফেরে ১৮ মিনিটে। বার্সেলোনা মিডফিল্ডার ফেরমিন লোপেজ করেন গোলটা। এরপর ২৫ মিনিটে তিনি আরও এক গোল করে স্পেনকে এগিয়ে দেন। ২৮ মিনিটে অ্যালেক্স বেনার দুর্দান্ত এক ফ্রি কিক স্পেনকে এনে দেয় দুই গোলের লিড।
ম্যাচের ৭৮ মিনিটে দারুণ এক গোলে মেগঁ আখলুশে ফ্রান্সকে ফেরান ম্যাচে। এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল পেয়ে যান জঁ-ফিলিপ মাতেতা। ফ্রান্স ৩-৩ সমতায় ফিরে আসার পর খেলাটা গড়ায় অতিরিক্ত সময়ে।
১০০তম মিনিটে স্পেন পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলের দেখা। দারুণ এক চিপে সার্জিও কামেলো স্পেনকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে করা তার আরও এক গোলে স্পেন জেতে ৫-৩ গোলে। যার ফলে ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকের ৩২ বছর পর আবারও অলিম্পিকের চ্যাম্পিয়ন বনে যায় স্পেন।