বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব কর্তাব্যক্তিদের পদত্যাগ চেয়ে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিক্ষোভ করেছেন সংগঠক, সাবেক ক্রীড়াবিদরা। বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে আজ সকাল থেকে হয়েছে এই বিক্ষোভ।
‘বিসিবিকে দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করার এটাই সময়। বাংলাদেশ ক্রিকেট আজ কোথায়? জবাব চাই।’ – লেখা একটি ব্যানার নিয়ে এই বিক্ষোভ হয়েছে। সেখানে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, পরিচালক খালেদ মাহমুদ সুজনদের পদত্যাগের দাবি করা হচ্ছে সেখানে।
তবে এখানেই শেষ নয়। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক, বিসিবির পরিচালক ওবেদ রশীদ নিজামদেরও পদত্যাগ চাওয়া হয়েছে সেখানে।
এই কর্মসূচিতে ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের ক্রীড়া সম্পাদক ও সাবেক ফুটবলার আমিনুল হকও। সবার মুখে একটাই দাবি, বিসিবির সব পরিচালকদের পদত্যাগ করতে হবে।