আজই এমবাপের রিয়াল অভিষেক?

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রিয়াল মাদ্রিদের উয়েফা সুপার কাপের ম্যাচ আজ। শিরোপা জিতে মৌসুম শুরু করার সুযোগ দলটার সামনে। তবে ঠিক এই সময় যেন পাদপ্রদীপের আলোটা কেড়ে নিলেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের হয়ে যে আজই অভিষেক হয়ে যেতে পারে তার! 

এই এমবাপেকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদের চেষ্টা রীতিমতো রবার্ট ব্রুস আর ওই মাকড়সার গল্পটাকে মনে করিয়ে দিচ্ছিল। শেষ ৭ বছর ধরে চেষ্টার পর অবশেষে রিয়ালের জার্সি তাকে পরাতে পেরেছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

বিজ্ঞাপন

তার মাদ্রিদে যোগ দেওয়ার পর আজই প্রথম রিয়ালের ম্যাচ। মাঠের খেলায় তাকে দেখতে পাওয়ার রোমাঞ্চ একটুও কি ছুঁয়ে যাবে না রিয়াল মাদ্রিদ ভক্তদের?

সেটা হোক বা না হোক, কোচ কার্লো আনচেলত্তি জানালেন, এমবাপে এখনও মানিয়ে নিচ্ছেন। তার কথা, ‘এমবাপে ভালোভাবেই এসে পৌঁছেছে। আর সব খেলোয়াড়ের মতোই সে গেল সপ্তাহে যোগ দিয়েছে। আমাদের খুব বেশি সময় ছিল না অনুশীলনের। তবে আমরা বেশ ভালো কাজ করছি। কিলিয়ানও বেশ ভালো ছন্দ নিয়ে এসেছে। সে মানিয়ে নিচ্ছে আমাদের সঙ্গে। এখানে যারা আছে, কাল তাদের সবারই খেলার সম্ভাবনা আছে।’

বিজ্ঞাপন

মাঠের খেলাতে তিনি কখন নামবেন, শুরুর একাদশে থাকবেন কি না, তা নিয়েও কিছু খোলাসা করেননি তিনি। তার কথা, ‘এমবাপে একজন পেনাল্টি টেকার। সে কাজটা খুব ভালো করে। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বেলিংহ্যাম কাজটা ভালোভাবে করেছে, কোপা আমেরিকায় ফেদেরিকো ভালভার্দেও ভালো করেছে। আমাদের অনেক পেনাল্টি টেকার আচে। কালকের ম্যাচের জন্য আমাকে তাদের মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে। অবশ্যই কে খেলাটা শুরু করবে, তা আমি বেছে নেব দ্রুতই।’

আজ সুপার কাপের ম্যাচে রিয়াল নামবে আতালান্তার বিপক্ষে। পোল্যান্ডের ওয়ারশও স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে আজ রাত ১টায়।