বদলে গেল ভারত সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু 

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামনে ব্যস্ত সূচি আসছে বাংলাদেশ জাতীয় দলের। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যেই পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন শান্ত-তাসকিনরা। সেই সিরিজের পর সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে দুটি টেস্ট ছাড়াও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। সেই টি-টোয়েন্টি সিরিজের শুরুটা আগামী ৬ অক্টোবর হওয়ার কথা ছিল ধর্মশালায়। তবে পাল্টে গেল ভারত-বাংলাদেশের সেই ম্যাচের ভেন্যু। ধর্মশালার বদলে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে গোয়ালিয়রে। 

এক বিবৃতিতে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। মূলত ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে চলছে ড্রেসিংরুম সংস্কারের কাজ। সেই বিষয়টি মাথায় রেখেই ম্যাচটি অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার কথা জানায় বিসিসিআই। 

বিজ্ঞাপন

তবে এই ছাড়া সিরিজের অন্য কোনো ম্যাচের ভেন্যু পরিবর্তন হয়নি।

ভারত সফরে আগে দুটি টেস্ট ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম টেস্টটি শুরু ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে এবং দ্বিতীয় ম্যাচ শুরু ২৭ সেপ্টেম্বর কানপুরে। দুটি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। 

এদিকে নতুন সূচি অনুযায়ী ৬ অক্টোবরে গোয়ালিয়রে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরে দ্বিতীয় ম্যাচটি ৯ অক্টোবর দিল্লিতে এবং সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ১২ অক্টোবর, হায়দরাবাদে।