ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে চান ক্রীড়া উপদেষ্টা
দেশের ফেডারেশনেই সরকার দলীয় রাজনীতিবিদদের প্রভাব বেশ স্পষ্ট। সরকার পতনের পর প্রায় সব ফেডারেশনের অধিকাংশ কর্তাই আছেন আত্মগোপনে। যার কারণে এখন আটকে যাচ্ছে স্বাভাবিক কার্যক্রম। সমস্যা সমাধানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বসবেন ফেডারেশনগুলোর সাথে।
দেশের ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাবটা আজ নয়, বেশ আগে থেকেই ছিলো। যেটা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাব এতোদিন পড়লেও সরকার পতনের পর সেই প্রভাব অনেক বেশিই পড়েছে। সে কারণে এ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।
সে ভাবনা থেকেই আসছে ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার সিদ্ধান্ত। সে ঘোষণা দেওয়ার পর নিজেদের কার্যক্রমও জানিয়ে দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘সেজন্যে আমরা একটা সার্চ কমিটি গঠন করে দেব, যারা প্রত্যেকটা ফেডারেশনের বর্তমান অবস্থা, দায়িত্বশীলদের সবাই আছেন কি না, তাদের ব্যাকগ্রাউন্ড কী, কোন ভিত্তিতে তারা সেখানে আছেন, সেটা নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবেন। যে স্পোর্টসের সঙ্গে যে যুক্ত আছে, তাদের দিয়েই ফেডারেশনগুলো ঢেলে সাজাব। রাজনৈতিক প্রভাব সর্বোচ্চ কমিয়ে আনার চেষ্টা করব।’
ক্রীড়াঙ্গনে দুর্নীতির বিষয়টা যেন ওপেন সিক্রেট। তাদেরও হুঁশিয়ারি দিয়ে রাখলেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘তার কথা, ‘ইতোমধ্যেই ক্রীড়াক্ষেত্রে যে অন্যায় অনিয়ম, দুর্নীতিগুলো আছে, এই বিষয়ে আমরা তদন্ত করব, এই বিষয়ে যারা দায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়া হবে, যেন ভবিষ্যতে এমন কিছু না হয়।’