আশরাফুল এখন আইসিসির লেভেল-৩ কোচ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আইসিসির স্বীকৃতি অবশেষে পেলেন মোহাম্মদ আশরাফুল। লেভেল-৩ কোচিং করেছিলেন গেল বছর। এবার তার স্বীকৃতি পেয়েছেন তিনি। 

গেল বছর মে মাসের শেষ দিকে আশরাফুলকে এই কোর্সের বিষয়ে জানান আইসিসিতে কর্মরত আমিনুল ইসলাম বুলবুল। সাবেক অধিনায়কের সে প্রস্তাবে সাড়া দিয়ে বিসিবির সহযোগিতায় এই কোচিং করেছিলেন আশরাফুল। আবুধাবিতে এই কোর্সটা আয়োজন করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। 

বিজ্ঞাপন

সে কোচিংয়ের এবার আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন আশরাফুল। তার ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আমি আনন্দিত যে আমি আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল ৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি।’

তিনি জানান, এর মাধ্যমে ক্রিকেটের উন্নয়নে অবদান রাখতে চান তিনি। তার কথা, ‘এই সাফল্য আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং অবিরাম উন্নতির প্রতি প্রতিশ্রুতির প্রমাণ। আমি আমার দক্ষতা শেয়ার করতে এবং অন্যদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে অনুপ্রাণিত করতে মুখিয়ে আছি। ইনশাআল্লাহ, আমি ক্রিকেটের উন্নয়ন এবং বিকাশে অবদান রাখতে আমার সর্বোচ্চ চেষ্টা করব।’

বিজ্ঞাপন