ক্রিকেটে ফিরেই নিজেকে চেনালেন সাইফউদ্দিন
মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। যে কারণে নিদেনপক্ষে দুই মাসের বিরতি নিয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে সে বিরতি থেকে ফিরেই তিনি বনে গেলেন দলের নায়ক। যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে আটালান্টা ফায়ারের হয়ে তিনি নিয়েছেন ১৩ রানে ৪ উইকেট।
বিপিএল দিয়ে দীর্ঘ চোট কাটিয়ে ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায়। তবে বিশ্বকাপে জায়গা করে নিতে পারেননি তিনি। এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়লে দীর্ঘ দিনের বিরতি নেন।
তবে সে বিরতি শেষে তিনি ক্রিকেটে ফেরেন এই মাইনর ক্রিকেট লিগ দিয়ে। রোববার সকালে আটালান্টা ফায়ারের হয়ে তিনি মাঠে নামেন আটালান্টা লাইটিংয়ের। সেখানে আগে ব্যাট করে তার দল ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৩৭ রান। জবাবে লাইটিংকে ১৩৩ রানের বেশি তুলতে দেয়নি ফায়ার।
শেষ ওভারটা সাইফউদ্দিনই করছিলেন। শেষ বলে ৫ রান প্রয়োজন ছিল লাইটিংয়ের। সাইফের ইয়র্কারে বোল্ড হয়ে গেলে ৪ রানের জয় তুলে নেয় তার দল।
এর আগে পুরো ম্যাচে তিনি করেছেন ২ ওভার। সে ওভার মিলিয়ে ৩ ওভার থেকে ১৩ রানের বিনিময়ে তিনি শিকার করে ফেলেন ৪ উইকেট।