বিকেএসপির অ্যাথলেটদের তিন ব্রোঞ্জ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিকেএসপির অ্যাথলিটরা

বিকেএসপির অ্যাথলিটরা

ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত ৪র্থ সাউথ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে চমক দেখাল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাথলিটরা। প্রতিযোগিতায় বিকেএসপি ৩টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় রানার আপ হয়েছে।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিকেএসপির অ্যাথলেট মো: তামিম হোসেন ট্রিপল জ্যাম্প ইভেন্টে ১৪.৭৫ মি. দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক পান।

বিজ্ঞাপন

এছাড়া ছেলেদের (আসলাম শিকদার, বোরহান শেখ, হাফিজুর রহমান ও আব্দুল্লাহ আল সবুর) ও মেয়েদের (সুমাইয়া আক্তার, আজমি খাতুন, মীম আক্তার ও রুনা আক্তার) ৪ × ৪০০ মি. রিলেতে বিকেএসপির অ্যাথলেটরা আরও ২টি ব্রোঞ্জ পদক লাভ করেন।

প্রতিযোগিতায় সার্ক ভূক্ত ৭টি দেশের অ্যাথলেটরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। বিকেএসপি’র ১৫ সদস্যের দলটি প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন ফৌজিয়া হুদা জুঁই এবং কোচ হিসেবে ছিলেন মো: শাহাদাৎ হোসেন ভূঁইয়া ও মো: মোবারক হোসেন টিপু।

বিজ্ঞাপন