জাগরেবকে গোলবন্যায় ভাসাল বায়ার্ন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

হ্যারি কেইন করলেন ৪ গোল, তার তিনটিই এসেছে পেনাল্টি থেকে। তবে পেনাল্টিগুলো না হলেও বায়ার্ন মিউনিখের জয়টা বেশ বড়ই হতো। দিনামো জাগরেবের জালে যে বায়ার্ন গত রাতে জড়িয়েছে একে একে নয় গোল! ৯-২ গোলের বিশাল এক জয়ে তারা শুরু করেছে এবারের চ্যাম্পিয়ন্স লিগ। 

পেনাল্টি থেকে গোল করে ম্যাচ শুরু করেছিলেন কেইন। ১৯ মিনিটে সেই গোলের পর দ্বিতীয়ার্ধে তিনি দুটো পেনাল্টিসহ করেছেন ৩টি গোল। তাতে তিনি চ্যাম্পিয়ন্স লিগ গোলসংখ্যায় ছাড়িয়ে গেছেন ইংলিশ তারকা ওয়েইন রুনিকে (৩০)। এই চার গোলের পর কেইনের গোলসংখ্যা দাঁড়াল ৩৩ এ।

বিজ্ঞাপন

বিরতির আগে রাফায়েল গেরেরো আর মিকেল ওলিসের গোলে ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল। তবে পরিস্থিতিটা বদলাতে থাকে বিরতির পর। চোটের কারণে ম্যানুয়েল নয়্যারকে হারায় দলটা। এরপর পাঁচ মিনিটের এদিক ওদিকে জাগরেব দুটো গোল শোধ করে দেয়। 

তবে বায়ার্নকে আবারও গোলের ধারায় ফেরান প্রথমার্ধে গোল করা মিকেল ওলিস। এরপর একে একে তিন গোল করেন কেইন। এরপর লেরয় সানে আর লিওন গোরেৎস্কার গোলে দলটা ম্যাচ শেষ করে ৯-২ স্কোরলাইন নিয়ে। 

বিজ্ঞাপন