মেসির গোলের ম্যাচেও হতাশা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লিওনেল মেসি

লিওনেল মেসি

প্রথম বারের মতো মেজর লিগ সকার জেতার দুয়ারে আছে ইন্টার মায়ামি। তবে এই মুহূর্তে এসে হোঁচট খেল দলটা। শেষ মুহূর্তে গোল হজম করে নিউ ইয়র্ক সিটি এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিওনেল মেসির দল।

গত রাতে ইয়াঙ্কি স্টেডিয়ামে ম্যাচের ৭৫ মিনিটে লিওনেল মেসির জাদুতে এগিয়ে যায় দলটা। ইকুয়েডরের খেলোয়াড় লিওনার্দো কাম্পানিয়াকে দিয়ে করিয়েছেন গোলটা। তাতেই জয়ের পথে এগোচ্ছিল মায়ামি।

বিজ্ঞাপন

তবে পরিস্থিতিটা বদলে যায় যোগ করা সময়ে। নিউ ইয়র্কের ডিফেন্ডার স্যান্ডস কর্নার থেকে ভেসে আসা বলে মাথা ছুঁইয়ে বল আছড়ে ফেলেন মায়ামির জালে। তাতেই ১-১ গোলের ড্র নিশ্চিত হয়ে যায় ম্যাচের।

মায়ামির সামনে সুযোগ আছে এক মৌসুমে মেজর লিগ সকারে সর্বোচ্চ পয়েন্ট জেতার রেকর্ড ভাঙার। ২০২১ মৌসুমে নিউ ইংল্যান্ড ৭৩ পয়েন্ট নিয়ে রেকর্ড গড়েছিল।

বিজ্ঞাপন

সেটা ভেঙে দিতে মায়ামির চাই আরও ১০ পয়েন্ট। মৌসুমের ৩০তম ম্যাচ খেলেছে মায়ামি। ম্যাচ বাকি আরও ৪টি, চার ম্যাচ থেকে নিদেনপক্ষে তিনটি জয় ও একটি জয় চাই মেসিদের। তিনটি জয় পেলে সে রেকর্ডে ভাগ বসাবে দলটা।