ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই
বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই। আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত এই ব্যক্তিত্ব রেখে গেছেন স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী।
কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন অঘোর মন্ডল। এরই মধ্যে তিনি আক্রান্ত হন ডেঙ্গুতে। যার ফলে তাকে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তি করা হয়। গুণী এই সাংবাদিক বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তার মৃত্যুতে বিএসজেএ পরিবার গভীরভাবে শোকাহত।
গত ১৩ সেপ্টেম্বর ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। যার ফলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ বুধবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নব্বইয়ের দশকে ভোরের কাগজ দিয়ে তার ক্রীড়া সাংবাদিকতার শুরু। চলতি শতকের শুরুর দিকে তিনি যোগ দেন সম্প্রচার মাধ্যমে। এরপর তিনি কাজ করেছেন চ্যানেল আই, দীপ্ত টিভিতে। এরপর সবশেষ তিনি এটিএন নিউজের বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।