দ্বিতীয় দিনেও বৃষ্টি, খেলা শুরু কখন?

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কানপুরে প্রথম দিনে বৃষ্টি আর আলোকস্বল্পতার কারণে খেলা শেষ হয়ে গেছে ৩৫ ওভার পরই। দ্বিতীয় দিনে আগেভাগে খেলা শুরু হওয়ার কথা। তবে আজও বৃষ্টির বাগড়া থাকায় সম্ভব হচ্ছে না। 

প্রথম দিনের বৃষ্টির কারণে খেলা শেষ হয়ে যাওয়ার আগে বাংলাদেশ খেলেছে ৩৫ ওভার। ৩ উইকেট খুইয়ে ১০৭ রান তুলেছে দল। এখন পর্যন্ত উইকেটে আছেন মুমিনুল হক আর মুশফিকুর রহিম, দুজনের রান যথাক্রমে ৪০ ও ৬। 

বিজ্ঞাপন

শুরুর দিনে এভাবে দ্রুত খেলা শেষ হওয়ার কারণে আজ ৩০ মিনিট আগে খেলা শুরু করার কথা ছিল। তবে বৃষ্টির কারণে তা করা যাচ্ছে না। বৃষ্টি থামলেও কখন খেলা হবে, তা নিয়েও আছে প্রশ্ন। গতকাল সন্ধ্যায় ঝুম বৃষ্টি হয়েছে, হচ্ছে আজ সকাল থেকেও। সারা দিনেও বৃষ্টির পূর্বাভাস আছে।

এমন বৃষ্টির সম্ভাবনা সামনে রেখে ভারতীয় দল মাঠ ছেড়ে হোটেলে চলে গেছে। বাংলাদেশও হোটেলে ফিরবে কিছুক্ষণের মধ্যেই। তাতেই বুঝা যাচ্ছে, আজকের দিনের খেলার নিয়তি কী!

বিজ্ঞাপন