বৃষ্টিতে প্রথম সেশনে খেলাই হলো না
কানপুর টেস্টে বৃষ্টির বাধা সরছেই না যেন। গতকাল বিকেলে অনেক আগেই খেলা শেষ করে দিতে হয়েছে বৃষ্টি নামায়। আজ সকালের সেশনটাতেও খেলা শুরু করা যায়নি। থেমে থেমে বৃষ্টির কারণে।
বৃষ্টির সঙ্গে কানপুর টেস্টের সখ্যতাটা অবশ্য শুরু হয়েছে ম্যাচের আগেই। তখন টসও হয়নি। এরপর খেলা পরে শুরু হয়েছে। তবে বিকেলে আবার বাগড়া! প্রথমে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ, পরে বৃষ্টির কারণে দিনের খেলাই শেষ করে দেওয়া হয়। তখন ম্যাচের বয়স মোটে ৩৫ ওভার।
কালকের ঘাটতি পুষিয়ে দিতে আজ একটু সকালে খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টিতে তা আর হতে পারল কই? গতকাল সন্ধ্যায় বৃষ্টি হয়েছে, আজ ভোর থেকেই কানপুরে টিপটিপ বৃষ্টি ঝরেছে। এই বৃষ্টি সকাল ১১টা নাগাদ থেমেছে। তবে খেলাটা কোনোভাবেই শুরু করা যায়নি। শেষমেশ মধ্যাহ্ন বিরতির ঘোষণাই দিয়ে দিতে হয়েছে।
কাল দিনে যতটুকু খেলা হয়েছে, তাতে বাংলাদেশ হারিয়েছে তিন উইকেট। দুই ওপেনারের পর নাজমুল হোসেন শান্ত ফিরে গেছেন প্যাভিলিয়নে। উইকেটে এখন আছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। দুজনের রান যথাক্রমে ৪০ ও ৬। বাংলাদেশের সংগ্রহ ১০৭ রান।