আফগানদের সঙ্গে ওয়ানডে খেলতে চাইছে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ম্যাচ নেই খুব একটা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে সে ঘাটতি পোষাতে চায় বাংলাদেশ।

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ যাবে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে-টি টোয়েন্টি খেলবে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজটা তার পরই খেলতে চাইছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে আগামী ফেব্রুয়ারিতে। তার আগে সংযুক্ত আরব আমিরাতে এই সিরিজটা খেলতে চায় বাংলাদেশ।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের ওয়ানডে নেই খুব একটা। মূলত সে ঘাটতি পোষাতেই দল খেলতে চাইছে আফগানদের বিপক্ষে।

আফগানিস্তানের বিপক্ষে বৃহত্তর নয়ডায় সব ফরম্যাটের এক সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে পরে সিরিজটা পিছিয়ে দেওয়া হয়। প্রস্তাবিত এই সফরটা অবশ্য এই সিরিজের অংশ নয়।

সম্প্রতি বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইন চার্জ শাহরিয়ার নাফিস বিষয়টা জানিয়েছেন একটি সংবাদ মাধ্যমকে। তিনি বলেন, ‘আমরা আলোচনার শেষ পর্যায়ে আছি। এই সিরিজটা এফটিপি সূচির বাইরের। আগামী বছর ও ২০২৬ সালে দুই ধাপে আমরা এফটিপিতে থাকা সিরিজটা খেলতে চাই।’