তৃতীয় দিনেও খেলা শুরুতে দেরি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কানপুরে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টের দুই দিনের সিংহভাগই চলে গেছে বৃষ্টির পেটে। আজ তৃতীয় দিনে বৃষ্টি নেই অবশ্য। তবে এরপরও খেলা শুরুতে দেরি হচ্ছে ভেজা আউটফিল্ডের কারণে। 

টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়। এরপরই বৃষ্টি নামে ঝমঝমিয়ে। দিনের খেলা শেষ হয়ে যায় তখনই।

বিজ্ঞাপন

সেই যে পিচ ঢেকে দেওয়া হয়েছে কভারে, সেটা সরল মোটে আজ। পুরো একটা দিন পিচ ঢেকে রাখা হয়েছিল, কারণ বৃষ্টিই তো থামেনি!

আজ সে কভার সরে গেছে বৃষ্টি নেই বলে। তবে বৃষ্টি না থাকলেও খেলা নির্ধারিত সময়ে শুরু হতে পারছে না, কারণ ভেজা আউটফিল্ড।

স্থানীয় সময় সকাল ১০টায় মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা। ধারণা করা হচ্ছে সাড়ে ১০টা, মানে বাংলাদেশ সময় সকাল ১১টায় খেলা শুরু হতে পারে।