তৃতীয় দিনেও খেলা হলো না, এবার কাঠগড়ায় বাজে আউটফিল্ড
বৃহত্তর নয়ডার ‘ভূত’টা কি তাহলে এবার তাহলে কানপুরের গ্রিন পার্কে এসে হাজির হলো? দিনকয়েক আগে আফগানিস্তানের ‘হোম’ দিল্লির অদূরে থাকা বৃহত্তর নয়ডা স্টেডিয়ামে বাজে আউটফিল্ডের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে গোটা টেস্ট ম্যাচই বাতিল হয়েছিল।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে একই ‘রোগ’ পেয়ে বসেছে কানপুর টেস্টকেও। গতকাল সন্ধ্যায় সবশেষ বারের মতো বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে আকাশ পরিষ্কার না হলেও বৃষ্টি অন্তত হয়নি। যার ফলে ম্যাচটা মাঠে গড়ানোরও সম্ভাবনা ছিল বেশ।
তবে বাজে পানি নিষ্কাশন ব্যবস্থা সেটা আর হতে দিল কই? আজ সকালে দিনের শুরুতেই সব কভার সরিয়ে নেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় মাঠকর্মীদের চেষ্টা। তবে সারা দিনের চেষ্টাতেও তা আলোর মুখ দেখেনি।
সকাল ১০টায় পরিদর্শনের পর আম্পায়াররা জানান মাঠের অবস্থা খেলা শুরু করার মতো উপযুক্ত নয়। ফলে ১২টায় আরও একবার পরিদর্শনের সিদ্ধান্ত জানান তারা। দুই ঘণ্টা পরের সে পরিদর্শন শেষেও সিদ্ধান্তটা বদলায়নি, আরও এক পরিদর্শনের সময় জানিয়ে ফেরেন তারা।
এরপর স্থানীয় সময় দুপুর ২টায় শেষ পরিদর্শন করেন আম্পায়াররা। তা শেষে দুই আম্পায়ার সিদ্ধান্ত নেন, আজকের দিনে আর খেলা হবে না।
দ্বিতীয় দিনের পর তৃতীয় দিনেও খেলা না হওয়ার ফলে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্টটা ড্র হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে অনেকগুণে। তবে কাল যদি খেলা হয়, তাহলে পরিস্থিতিটা বদলেও যেতে পারে, কে জানে!