শুরুতেই হার বাংলাদেশের মেয়েদের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের খুব বেশি সময় বাকি নেই। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে দলগুলো। সেই ম্যাচে গতকাল শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল গতকাল ম্যাচটা হেরেছে ৩৩ রানে।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে গতকাল শুরুতে ব্যাট করে শ্রীলঙ্কা। হাসিনি পেরেরার ৪৩ রানের ইনিংসে ভর করে লঙ্কানরা ৭ উইকেট খুইয়ে তোলে ১৪৩ রান। স্বর্ণা আক্তার নেন ২ উইকেট, বাকি পাঁচ বোলার নেন একটি করে উইকেট।

বিজ্ঞাপন

জবাবে বাংলাদেশ ২০ ওভারে তুলতে পারে মোটে ১১০, খুইয়ে বসে ৯ উইকেট। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ রান। তিনি খেলেন ৩০ রানের একটি ইনিংস।

এই ম্যাচের পর আগামীকাল সোমবার নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামবেন নিগাররা। একই মাঠে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এরপর ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।