ভারত সফরের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা
চলতি কানপুর টেস্ট শেষেই ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের। এই সিরিজের জন্য চমক রেখেই আজ রোববার দল ঘোষণা করেছে বিসিবি।
১৫ সদস্যের দলে ফিরলেন অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজ। আছেন মাহমুদউল্লাহ রিয়াদও।
দলে ডাক পেলেন স্পিনার রাকিবুল হাসান ও ওপেনার পারভেজ হোসেন ইমন। রাকিবুল জাতীয় দলে প্রথমবারের মতো এসেছেন।
৬ অক্টোবর গোয়ালিয়রে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদে।
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য ওপেনার পারভেজ হোসেন ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান আছেন ভারতের বিপক্ষে দলে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
দিন দুয়েক আগে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। এ কারণে সাকিবের বিকল্প খুঁজতে হয়েছে বিসিবির। যদিও দল ঘোষণা করে ভিডিও ভার্তায় প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু বলেছেন সাকিবের বিকল্প তাদের হাতে এখন নেই। তবে মেহেদী হাসান মিরাজকে দলে নেওয়া হয়েছে সাকিবের ব্যাটিংটা পুষিয়ে দিতে। ১৪ মাস পর তিনি ফিরলেন টি-টোয়েন্টি দলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন সৌম্য সরকার ও তানভীর ইসলাম।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল ঘোষণা
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও মেহেদী হাসান মিরাজ।