৯৪ রানে ৭ উইকেট নেই বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

একটু আগেও ৯১ রানে ৩ উইকেট ছিল বাংলাদেশের। তবে আর তিন রান তুলতেই চার চারটি উইকেট খুইয়ে বসেছে দলটা। তাতে টেস্টটা বাঁচানোর সম্ভাবনাটা অনেকটাই ফিকে হয়ে গেছে দলের।

পঞ্চম দিনের সকালের সেশনের শুরুতেই মুমিনুল হকের উইকেট খুইয়েছিল দল। এরপর সাদমান ইসলাম আর নাজমুল হোসেন শান্তর ৫৫ রানের জুটিতে লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিল সফরকারীরা।

বিজ্ঞাপন

তবে এরপরই ঘটল বিপত্তিটা। তার মূলে আছে মনোযোগ খুইয়ে বসাটা। মাত্রই আক্রমণে আসা রবীন্দ্র জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন শান্ত। 

একটু পর ফিফটি করা সাদমান আকাশ দীপের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। এক ওভারের এদিক ওদিকে দুই সেট ব্যাটারের বিদায় বাংলাদেশকে বিপাকে ফেলে দেয়।

তারপর পালা আসে লিটন দাসের। রবীন্দ্র জাদেজার হঠাত লাফিয়ে ওঠা বল কাট করতে গিয়ে ঋষভ পান্তের হাতে ক্যাচ দেন তিনি। সাকিব আল হাসান এরপর ফিরতি ক্যাচ দেন জাদেজাকে।

৩ রানের ব্যবধানে ৪ উইকেট খুইয়ে বাংলাদেশ কোণঠাসাই হয়ে পড়েছে এখন। উইকেটে আছেন মুশফিকুর রহিম আর মেহেদি হাসান মিরাজ। তাদের কাঁধেই এখন বাংলাদেশকে তরিয়ে দেওয়ার দায়িত্বটা এসে বর্তেছে।