কোন কারণে হোয়াইটওয়াশ বাংলাদেশ, জানালেন শান্ত

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই হারের দায় দিলেন ব্যাটারদের। জানালেন থিতু হয়ে উইকেট খুইয়ে বসার কারণেই এমন বিপর্যয় নেমেছে।

দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার ফলে ম্যাচটা কার্যত তিন দিনের ম্যাচ হয়ে গিয়েছিল। এরপরও বাংলাদেশ খেলাটা শেষ দিনের শেষ সেশন পর্যন্ত নিয়ে যেতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয়েছে। এরপর ভারত ৯৫ রানের লক্ষ্য দ্রুতই তাড়া করে ফেলেছে ৭ উইকেট হাতে রেখে।

বিজ্ঞাপন

কানপুরের পঞ্চম দিনের উইকেটটায় অসমান বাউন্স ছিল। তবে পঞ্চম দিনের হিসেবে টার্ন অতো ছিল না। কিন্তু সেখানেও বাংলাদেশ মুখ থুবড়ে পড়েছে রীতিমতো। 

এমন হারের পর শান্ত বলেন, ‘দুই টেস্টেই আমরা ব্যাটিং ভালো করিনি। যদি আপনি আমাদের ব্যাটারদের দিকে তাকান, তাহলে দেখবেন আমাদের সবাই ৩০-৪০ বল খেলে আউট হয়ে এসেছি। টেস্ট ম্যাচে এটা গুরুত্বপূর্ণ যে আপনি যখন থিতু হবেন, তখন আপনাকে বড় রান করতে হবে।’

ভারতও প্রথম ম্যাচে বিপদে পড়েছিল। ১৪৪ রানে ৬ উইকেট খুইয়ে বসেছিল। তবে এরপর রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার ১৯৯ রানের জুটিতে ভর করে ভারত ম্যাচে ফেরে। বাংলাদেশ এটা দেখেছে খুব কাছে থেকে, তবু শিখতে পারেনি কিছুই।

বিষয়টা নিয়ে শান্ত বলেন, ‘যেভাবে অশ্বিন আর জাদেজা তখন ব্যাট করেছে, তা বেশ ভালো ছিল। আমাদের বোলিং ইউনিট হিসেবে ওসব মুহূর্তের দিকে মনোযোগ দিতে, কীভাবে আমরা ওই উইকেটগুলো নিতে পারি। ওই জুটির কাছেই আমরা হেরে গিয়েছিলাম।’

তবে ম্যাচের ইতিবাচক দিকগুলোর দিকেও তাকাতে ভুলেননি শান্ত। বলেছেন, ‘যেভাবে মুমিনুল প্রথম ইনিংসে ব্যাট করেছে, তা আমাদের সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। যেভাবে দুই ইনিংসে মিরাজ দুই ইনিংস ধরেই বল করেছে, তা সত্যিই বেশ ভালো ছিল।’