নিগারদের চোখে আরও বড় কিছুর স্বপ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ১০ বছরের খরা কাটিয়েছে বাংলাদেশ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তারা স্কটল্যান্ডকে হারিয়েছে ১৬ রানে। এমন ম্যাচের পর এবার দলের লক্ষ্য আরও বড় কিছু, জানালেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
গতকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ স্কটল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করে ১১৯ রান তোলে ৭ উইকেট খুইয়ে। এরপর দারুণ বোলিংয়ে দলটা স্কটিশদের আটকে দেয় ১০৩ রানে। আর তাতেই ২০১৪ বিশ্বকাপের পর আবারও বিশ্বমঞ্চে জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল।
জ্যোতি জানালেন, এমন জয় দলের জন্য আরও বড় কিছুর মোমেন্টাম নিয়ে আসবে। তিনি বলেন, ‘আমরা যত ভালো ক্রিকেটই খেলি, জয় না পেলে এর অর্থ নেই। আমার মনে হয় নারী ক্রিকেটে আমরা অনেক দিন পর মনে হচ্ছে কিছু একটা করতে পেরেছি। আমরা সবসময়ই বলেছি, আমাদের মোমেন্টাম তৈরি করতে হবে, সেটা নিয়ে আগে এগোতে হবে।’
‘এখন আমরা আরও বড় কিছু করার স্বপ্ন দেখছি। একইভাবে বিশ্বাস দেশের মাটিতে আমাদের ভক্ত, পরিবার-পরিজনেরও, তাদেরও স্বপ্ন আমরা আরও ভালো কিছু করতে পারব।’
বিশ্বকাপটা ঘরের মাটিতে খেলার কথা ছিল বাংলাদেশের। তবে শেষমেশ দেশে রাজনৈতিক অস্থিতিশীলতার দোহাই দিয়ে আইসিসি বিশ্বকাপটা নিয়ে যায় আমিরাতের মাটিতে। সে নিয়ে নিগারের হতাশা আছে খানিকটা। তবে উদ্বোধনী ম্যাচে দর্শকদের ভিড় দেখে তা মুছে গেছে তার মন থেকে। নিগার বলেন, ‘শুরুর দিকে বিষয়টা খানিকটা হৃদয়বিদারক ছিল, কারণ আমরা ঘরের মাঠে দর্শকদের সামনে খেলা দেখব, এমনটাই আমাদের মনে ছিল। তবে আজ এখানে অনেকেই খেলা দেখতে এসেছেন, এটা বেশ ভালো লেগেছে।’