বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

ব্রাজিল আর আর্জেন্টিনা দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি। আজ রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় উজবেকিস্তানের তাসখন্দে দুই দল মুখোমুখি হবে ফিফা ফুটসাল বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের জন্য।

সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ফ্রান্সের। সে ম্যাচে কেভিন আরিয়েতার জোড়া গোল আর ক্লাউদিনোর লক্ষ্যভেদে ভর করে জয় তুলে নেয় আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

যার ফলে দলটা গড়ে ফেলে বিশ্বকাপ ফাইনালে খেলার হ্যাটট্রিক। ২০১৬ সালের আসরে তারা প্রথমবারের মতো শিরোপা জেতে, ২০২১ সালে পরের আসরে তারা ফাইনালে হারে পর্তুগালের কাছে। গেল বারের আক্ষেপ এবার ঘোচাতে চায় আর্জেন্টিনা।

ওদিকে ব্রাজিল ফুটবলের মতো ফুটসালেও হেক্সার অপেক্ষায় আছে। ৫ বিশ্বকাপ জিতে প্রতিযোগিতার সর্বোচ্চ শিরোপাজয়ী দেশও তারাই। সেমিফাইনালে তারা হারিয়েছে ইউক্রেনকে, সে ম্যাচের ব্যবধানও ছিল ৩-২ ই।

বিজ্ঞাপন

২০১২ সালে ব্রাজিল সবশেষ বিশ্বকাপটা জিতেছিল। আজকের লড়াইয়ে জয় তুলে নিতে পারলে ব্রাজিল ফুটবলের আগে ফুটসালে হেক্সা জয় করে ফেলবে।
ম্যাচটা অবশ্য আর্জেন্টিনার জন্য প্রতিশোধের মঞ্চও। ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে দুই দলের সবশেষ সাক্ষাৎ হয়েছিল। সে ম্যাচে ব্রাজিল ২-০ গোলে হারায় আলবিসেলেস্তেদের। সে শোধটা আজ নিশ্চয়ই তুলতে চাইবে আকাশী সাদারা।