বাংলাদেশের বিপক্ষে সাফল্যের রহস্য জানালেন তিনি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বরুণ চক্রবর্তী

বরুণ চক্রবর্তী

একেই বলে আসলেন, দেখলেন এবং জয় করলেন! তিনি তো হারিয়েই গিয়েছিলেন! মনে হচ্ছিল আর ফিরতেই পারবেন না বরুণ চক্রবর্তী। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার দেখা গেছে তাকে। এরপর থেকে ভারতীয় দলে জায়গা মেলেনি। তবে এবার সুযোগ পেয়েই বাজিমাত করলেন তিনি। রোববার রাতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে তুলে নিলেন ৩ উইকেট।

তিন বছর পর জাতীয় দলে ফিরেই কী করে মিলল এমন সাফল্য সেই রহস্য ফাঁস করলেন বরুণ চক্রবর্তী। ৩৩ বছর বয়সী এই স্পিনার জানালেন বল করার ধরন বদলেছেন তিনি। এর আগে অনেক বেশি সাইড স্পিন করতেন। এখন করেন ওভার স্পিন মানে হাতের তালু ব্যবহার করে বল ছাড়ছেন তিনি। ওভার স্পিনে বলে ঘূর্ণি বেশি পাচ্ছেন। বল পিচে পড়ে বাড়তি লাফানোতে ব্যাটাররা শট খেলতে গিয়ে দিশেহারা হয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশকে হারিয়ে বরুণ বলছিলেন, ‘দেখুন, এর আগে আমি সাইড স্পিন করতাম। এখন সেটি বদলেছি। এখন আমি ওভার স্পিন করি। বলের ধরন পালেট গেছে আমার। আমার নিয়ন্ত্রণ এখন আগের চেয়ে অনেক ভাল। তাই আমার বল খেলতে ব্যাটারের সমস্যা হয়।’

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা স্পিনার জানালেন এই বদলে ফেলা এবং তিনবছরের পরিশ্রমেই এখন তিনি জাতয়ি দলে। আর সাফল্যটাও পাচ্ছেন ঠিকঠাক। বরুণ বলেন, ‘এই অ্যাকশন বদলানোটা করতেই আমার দু’বছরের বেশি সময় লেগেছে। শুরুতে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ ও আইপিএলে নতুন করে বল করা অনুশীলন করেছি। এখন পুরোপুরি আয়ত্বে এসেছে এটি।’

বিজ্ঞাপন

গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সবচেয়ে বেশি ২১টি উইকেট শিকার করেন বরুণ। দলকে চ্যাম্পিয়ন করতে তারও ছিল বড় ভূমিকা। তার তখনকার কোচ গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পরে টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন হলো। কোচের আস্থাটাও ঠিকঠাক রাখলেন তিনি।

এবার এটা ধরে রেখেই এগিয়ে যেতে চান তিনি। বলছিলেন, ‘আমি এই প্রক্রিয়া ধরে রাখতে চাই। আইপিএলেও অনুসরণ করেই চলেছি। বর্তমানে থাকতে চাই। খুব বেশি ভাবতে বা প্রকাশ করতে চাই না আমি।’