বিপিএলের দল খেলবে গায়ানা টি-টোয়েন্টি সুপার লিগে
সবকিছু ঠিক থাকলে রংপুর রাইডার্স চলতি বছর বিপিএলের আগে ওয়েস্ট ইন্ডিজে একটি টি- টোয়েন্টি লিগ খেলবে। এই লিগে খেলার আমন্ত্রণ এসেছে বিসিবির কাছে। সেই সুবাদে বিপিএলের টি- টোয়েন্টি লিগের বর্তমান চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালকে এই লিগে খেলার জন্য প্রস্তাব দেয় বিসিবি। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে বরিশাল বিদেশি এই লিগে খেলার আগ্রহ দেখায়নি। তাই দ্বিতীয় পছন্দ হিসেবে রংপুর রাইডার্সের কাছে প্রস্তাবটা পাঠায় বিসিবি। রংপুর রাইডার্স লুফে নিয়েছে বিসিবির এই প্রস্তাব।
এই প্রস্তাবের বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, ‘ওয়েস্ট ইন্ডিজে একটা টি- টোয়েন্টি লিগ খেলার আমন্ত্রণ এসেছিল। টুর্নামেন্টের নাম টি- টোয়েন্টি সুপার লিগ। পাঁচটি দেশ এতে অংশ নেবে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলার প্রস্তাব পেয়েছে। গত বিপিএলে চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালকে আমরা এই টুর্নামেন্টে খেলার জন্য বলেছিলাম। কিন্তু তারা অপরাগতা প্রকাশ করেছে। আমরা বিপিএলে প্লে অফে খেলা রংপুর রাইডার্সকে এই টুর্নামেন্টে খেলার প্রস্তাব দিয়েছি। যদি সবকিছু ঠিক থাকে তাহলে তারা এই টুর্নামেন্টে খেলতে যাবে।’
গায়ানায় এই টি- টোয়েন্টি সুপার লিগ শুরু হবে ২৬ নভেম্বর, ফাইনাল হবে ৭ ডিসেম্বর।