হোয়াইটওয়াশের লক্ষ্যে কেমন একাদশ নামাবে ভারত?
দিল্লিতে জিতে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ভারত। সূর্যকুমার যাদবের দল আজ ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের মুখোমুখি হবে।
ভারত হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। আগের দুই ম্যাচে যেমন গোয়ালিয়র ও দিল্লিতে দাপুটে পারফর্ম করেছে তাই ধরে রেখে বাংলাদেশকে ধবলধোলাই করতে চাইবে।
তৃতীয় টি-টোয়েন্টিতে অবশ্য নতুন কিছু মুখের সুযোগ পাওয়া নিয়েও আলোচনা চলছে। যেমন, হারশিত রানা, রবি বিষ্ণোই এবং তিলক ভার্মা, যারা এখনও সিরিজে খেলার সুযোগ পাননি, তারা হায়দরাবাদে মাঠে নামতে পারেন।
ইতিমধ্যে সিরিজে আইপিএলে আলো ছড়ানো নবাগতরা যেমন নীতিশ কুমার রেড্ডি এবং মায়াঙ্ক যাদবের মতো খেলোয়াড়রা সুযোগ পেয়েছেন। এবার হারশিত রানার অভিষেক হতে পারে। ২০২৪ আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তাতেই টিম ম্যানেজমেন্টের নজরে এসেছেন তিনি।
মায়াঙ্ক যাদব সদ্য চোট থেকে ফিরেছেন। তাই তাকে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে, এবং এর ফলে হারশিত রানার অভিষেকের দুয়ার খুলে যেতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ
সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নীতিশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, হারশিত রানা, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই।