বরিশাল ছেড়ে খুলনা টাইগার্সে মিরাজ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিপিএলের একাদশ আসরের প্লেয়ার ড্রাফটের আর বেশি সময় বাকি নেই। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে এই ড্রাফট। তবে দলগুলো তাদের স্কোয়াড সাজানোর তোড়জোড় শুরু করেছে আগেভাগেই। 

দলগুলো শেষ মুহূর্তে দেশি-বিদেশি খেলোয়াড়দের সরাসরি চুক্তির মাধ্যমে দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে। খুলনা টাইগার্সও এই সুযোগ কাজে লাগাচ্ছে।

বিজ্ঞাপন

গতবারের মতো এবারও দলের প্রধান কোচের দায়িত্বে থাকছেন সাবেক পেসার তালহা জুবায়ের। তার কোচিংয়ে খুলনা টাইগার্স গত আসরে ভালো শুরু করেছিল, কিন্তু মাঝপথে ছন্দ হারিয়ে সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল।

কোচকে ধরে রাখলেও গেল বারের অধিনায়ককে ধরে রাখছে না খুলনা। ছেড়ে দিয়েছে আগের আসরের অধিনায়ক এনামুল হক বিজয়কে। তার বদলে অধিনায়ক কে হবেন, তা নিয়ে এখন শুরু হয়েছে জল্পনা কল্পনা।

বিজ্ঞাপন

এরই মধ্যে দলটা এক চমক দিল। সরাসরি চুক্তির মাধ্যমে তারা ইতিমধ্যে মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে দলটা। সব ঠিক থাকলে তিনিই অধিনায়কত্ব করবেন খুলনার। 

গেল বারের অধিনায়ককে ছেড়ে দিলেও দলটি গতবারের স্কোয়াড দুজনকে ধরে রাখছে। সে দুজন হলেন– স্পিনার নাসুম আহমেদ ও ব্যাটসম্যান আফিফ হোসেন।