বিপিএল নিলামের আগে বিদেশীদের দাম কেমন?

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে বিপুল সংখ্যক বিদেশি ক্রিকেটারদের ভিড়। সংখ্যার অঙ্কে পরিমাণটা ৪৪০ জন।

বিপুল এই ক্রিকেটারদের মধ্যে থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামে তাদের পছন্দের খেলোয়াড়দের দলে টানবে। ৪৪০ জন ক্রিকেটারকে এ, বি, সি, ডি ও ই- এই পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। ‘বি’ ক্যাটাগরিতে ৩৮ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬ জন, ‘ডি’ শ্রেণীতে ১৩৫ এবং সর্বোচ্চ ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ জন ক্রিকেটারকে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের নিলামের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৭০ হাজার মার্কিন ডলার। ‘বি’ ক্যাটাগরির জন্য ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরির জন্য ৩০ হাজার ডলার, ‘ডি’ ক্যাটাগরির জন্য ২৫ হাজার এবং ‘ই’ ক্যাটাগরি-ভুক্ত ক্রিকেটারদের বেসপ্রাইস স্থির করা হয়েছে ১৫ হাজার ডলার। টাকার হিসেবে বিদেশি ক্রিকেটারের সর্বোচ্চ ভিত্তি মূল্য দাড়ায় ৮৩ লাখ টাকা (১ ডলার=১১৯.৩৫ টাকা)।

১১তম বিপিএলের খেলোয়াড়দের এই নিলাম সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত হবে।

বিজ্ঞাপন