বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন জিতল বৃষ্টি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বৃষ্টির কারণে আজকের খেলা গেল ভেস্তে

বৃষ্টির কারণে আজকের খেলা গেল ভেস্তে

আজ বুধবার বেঙ্গালুরুতে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট মাঠে গড়ানোর কথা। তবে বৃষ্টির কারণে আজকের খেলা গেল ভেস্তে।

দক্ষিণ ভারতের এই শহরটিতে গত ৪৮ ঘণ্টা ধরে বৃষ্টির কবলে আছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে আছে আরও বৃষ্টির সম্ভাবনা।

বিজ্ঞাপন

ভারতের মাটিতে বৃষ্টির কবলে পড়াটা নিউজিল্যান্ডের জন্য নতুন কিছু নয়। গেল মাসে দিল্লির কাছে বৃহত্তর নয়ডায় আফগানিস্তানের বিপক্ষে গত মাসে খেলার কথা ছিল দলটার। তবে বৃষ্টির কারণে পাঁচ দিনের মধ্যে এক দিনও খেলা মাঠে গড়ায়নি, এমনকি টসও হয়নি সে ম্যাচে।

আজ বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে সকাল থেকেই বৃষ্টি হয়েছে। যার কারণে আম্পায়াররা স্থানীয় সময় দুপুর আড়াইটায় দিনের খেলা বাতিল ঘোষণা করেন। আবহাওয়া ভালো হলে আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮:৪৫ টায় টস অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রস্তুতিও আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুই দলের অনুশীলনও বাতিল করা হয়েছিল।

দ্বিতীয় টেস্ট ২৪ অক্টোবর পুনেতে শুরু হবে এবং তৃতীয়টি ১ নভেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে।