জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হংকংকে ৫ উইকেটে হারাল আকবর আলির দল

হংকংকে ৫ উইকেটে হারাল আকবর আলির দল

উড়ন্ত এক জয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকংকে ৫ উইকেটে হারাল আকবর আলির দল।

আজ শুক্রবার ওমানের আল আমেরাতে টসে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫০ রান তুলে হংকং। জবাবে নেমে ৫ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ দল। ২৪ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন আকবর। এই জয়ে ২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

১৫১ রানের সামনে নেমে দুই ওপেনার জিশান আলম ও পারভেজ হোসেন ৩২ রানের জুটি গড়েন। খেলেন ২৯ বল। তাতেই কিছুটা রান রেটের চাপ বেড়ে যায়। পারভেজ ২৬ বলে ২৮ আর জিশান ১১ বলে ১১ রান করেন।

এরপর সাইফ হাসানও হতাশ করে আউট ৫ রানে। তারপরই তাওহিদ হৃদয় ও আকবর আলীর ব্যাটে পথ খুঁজে নেয় বাংলাদেশ। ৩৪ বলে ৫৪ রানের জুটি গড়েন দুজন। তাওহিদ ২২ বলে ২৯ রানে ফেরেন। অধিনায়ক আকবর ২৪ বলে তুলেন ঝড়ো গতিতে ৪৫ রান। শামীম হোসেনের ১৫ বলে ১৯ রান তুলে দলকে পাইয়ে দেন দারুণ জয়।

এর আগে বল হাতে বাংলাদেশের সেরা রিপন মণ্ডল। ২৪ রানে ৪ উইকেট তুলে এই পেসারই ম্যাচেরসেরা। পেসার আবু হায়দার ৪ ওভারে দেন ৪৪ রান।

ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশের পরের শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে। আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে লড়াই ২০ অক্টোবর। ২২ অক্টোবর প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ দল।