টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুরে অনুষ্ঠেয় প্রথম টেস্টে টসটা কেমন গুরুত্বপূর্ণ হবে, তা নিয়ে একটা প্রশ্ন ছিল আগের দিন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন সেটা গুরুত্বপূর্ণ, তবে তা নিয়ন্ত্রণের বাইরে।
সে গুরুত্বপূর্ণ টসটা বাংলাদেশের পক্ষেই গেল। মিরপুরের স্পিনবান্ধব উইকেটে সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়নি দলের। টস জিতে বাংলাদেশ সিদ্ধান্তই নিয়েছে ব্যাটিংয়ের।
সবশেষ টেস্ট থেকে একটা পরিবর্তন নিশ্চিতই ছিল বাংলাদেশ দলে। সাকিব আল হাসান খেলতে পারছেন না এই টেস্টে। তার জায়গায় দলে এসেছেন জাকের আলী অনিক।
এছাড়াও আরও দুটো পরিবর্তন এসেছে দলে। এক পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। খালেদ আহমেদ বাদ পড়েছেন, তার জায়গায় দলে এসেছেন নাঈম হাসান।
পরিবর্তন আসছে ওপেনিং জুটিতেও। জাকির হাসান বাদ পড়েছেন, তার জায়গায় দলে ঢুকেছেন মাহমুদুল হাসান জয়।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ-
এইডেন মার্করাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, কাইল ভেরাইন্নে, ওয়াইন মুল্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ডেন পিয়েট।