‘বিশ্বাস থাকলেই ঘুরে দাঁড়িয়ে লড়াই করা যায়’

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের লিড এখন ৮১ রানের

বাংলাদেশের লিড এখন ৮১ রানের

আজ সকালে বাংলাদেশ যখন ১০ ওভারের আগেই ৩ উইকেট খুইয়ে বসল ১২ রানের এদিক ওদিকে, তখন ইনিংস ব্যবধানে হারের শঙ্কাই মাথাচাড়া দিয়ে উঠেছিল বাংলাদেশ শিবিরে। সেখান থেকে এখন স্বাগতিকরা লিড নিয়ে দিনটা পার করে দিয়েছে।

এমন পরিস্থিতিতে আশায় বুক বাধছেন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। তিনি বলেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে বলব আমাদের বিশ্বাস রাখতে হবে। যেকোনো পরিস্থিতিতে বিশ্বাস আছে। যখন বিশ্বাস থাকে যেকোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করতে পারবেন। আমাদের যতটা বেশি সম্ভব ব্যাটিং চালিয়ে যেতে হবে। নিয়মিত রান বাড়াতে হবে। লিড যতটা বড় করা যায় করতে হবে।’

বিজ্ঞাপন

বাংলাদেশের লিড এখন ৮১ রানের। এখান থেকে দলের লক্ষ্য ২০০ রানের লিডের। সেটা করতে হলে শেষ তিন উইকেটে দলকে করতে হবে ১২০ রান। পুরো দল সেটা বিশ্বাস করে। মুশতাক বললেন, ‘এই বিশ্বাস আছে (দুইশোর বেশি লিড দেওয়া)। কোচিং স্টাফ ও খেলোয়াড়রা বিশ্বাস করতে শুরু করেছে। ক্রিকেটে আপনাকে যেকোনো পরিস্থিতিতে বিশ্বাস রাখতে হবে। আমরা ফলের কথা না ভেবে লড়াই ও প্রক্রিয়া ঠিক রাখব। বিশ্বাস থাকলেই ঘুরে দাঁড়িয়ে লড়াই করা যায়।’

পাকিস্তানের বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট খুইয়েও ম্যাচটা শেষমেশ জিতেছিল বাংলাদেশ। সে জয়ই দলের ভেতর এমন বিশ্বাস এনে দিয়েছে। সেটা ধরে রাখতে পারলে প্রতিপক্ষের যথেষ্ট সমীহও আদায় করা যাবে, মনে করেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘আপনাকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে প্রক্রিয়া ঠিক রাখা ও হাল ছেড়ে না দেওয়া। যখন আপনি হাল ছাড়বেন না, প্রতিপক্ষ আপনাকে সমীহ করা শুরু করবে।’

বিজ্ঞাপন