তাসকিন বাদ পড়লেন না খেলেই
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তাই স্বাগতিকদের সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ দাঁড়িয়ে গেছে।
এই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল তাদের দ্বিতীয় ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে। প্রথম ম্যাচে না খেলা তাসকিন আহমেদ দল থেকে বাদ পড়েছেন। তার জায়গায় দলে এসেছেন আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ।
প্রথম ম্যাচে বাংলাদেশ খেলেছে একটি মাত্র পেসার নিয়ে। সে কৌশলের সমালোচনাও হয়েছে বেশ। শেষমেশ হারের পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে একেও।
এরই মধ্যে দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে পরিবর্তন এল। দলে ঢুকলেন আরেক পেসার। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।
বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।