টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
প্রথম ম্যাচ হেরে বাংলাদেশ আছে খাদের কিনারে। দ্বিতীয় ম্যাচে জিততেই হবে সিরিজে সমতা ফেরাতে হলে। না হলে হতে হবে হোয়াইটওয়াশ।
এমন সমীকরণ নিয়ে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে অবশ্য টস ভাগ্যটাকে সঙ্গে পায়নি বাংলাদেশ।
টস জিতল দক্ষিণ আফ্রিকা। নিয়েছে ব্যাট করার সিদ্ধান্ত। বাংলাদেশকে নামতে হচ্ছে বোলিংয়ে।
দক্ষিণ আফ্রিকা দলে আছে দুটো পরিবর্তন। ম্যাথিউ ব্রিটজকে আর ডেন পিয়েট বাদ পড়েছেন, দলে ঢুকেছেন মুথুসামি ও প্যাটারসন।
এদিকে বাংলাদেশ দলেও আছে তিনটি পরিবর্তন। নাইম হাসান, লিটন দাস ও জাকের আলী বাদ পড়েছেন।
এদের মধ্যে তিনজনই বাদ পড়েছেন তিনটি ভিন্ন কারণে। নাইম কম্বিনেশনের জন্য, লিটন জ্বরের কারণে দলে নেই। এদিকে জাকের আলীর না থাকা আগের দিনই নিশ্চিত ছিল, তার কনকাশনের কারণে দলে ঢোকা মাহিদুল অঙ্কনের অভিষেক হচ্ছে আজ। লিটনের জায়গায় নাহিদ রানাকে ফেরানো হয়েছে, আর জাকির হাসান খেলছেন লিটনের জায়গায়।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অংকন (উইকেটরক্ষক), জাকির হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকলটন, কাইল ভেরেইনা (উইকেটরক্ষক), সেনুরান মুথুসামি, ভিয়ান মুলডার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন।