চট্টগ্রামে দাপুটে শুরু দক্ষিণ আফ্রিকার

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সিরিজে একটা ম্যাচ হেরে বসেছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ শুরু হওয়া দ্বিতীয় টেস্টে তাই সিরিজ হার বাঁচানোর লড়াই স্বাগতিকদের। এই টেস্টে জিততে না পারলে ২০১০ সালের পর প্রথমবারের মতো কোনো সেনা (SENA) দলের কাছে দেশের মাটিতে সিরিজ হারবে বাংলাদেশ। 

এমন সমীকরণ সামনে রেখে বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নেমেছে। শুরুটা বাংলাদেশের মোটেও ভালো হয়নি। প্রথম সেশনে তুলে নিতে পেরেছে মোটে একটা উইকেট। আর দক্ষিণ আফ্রিকা প্রথম সেশনে তুলে নিয়েছে ১০৯ রান।

বিজ্ঞাপন

পিচ রিপোর্টে এড রেইন্সফোর্ড বলেছিলেন এ মাঠে রান উঠতে যাচ্ছে প্রচুর। তবে সেক্ষেত্রে নিচু বাউন্সের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে ব্যাটারদের। এমন উইকেটে টস ভাগ্যটা সঙ্গ দেয়নি বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকা টস জিতে নিয়েছে ব্যাট করার সিদ্ধান্ত। 

এ ম্যাচে বাংলাদেশ নেমেছে লিটন দাসকে ছাড়া। জ্বরের কারণে তাকে এই ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ। তিনি বাদে আর উইকেটরক্ষক নেই দলে, তাই মাহিদুল অঙ্কনকে একাদশে নিতে হয় স্বাগতিকদের। 

বিজ্ঞাপন

তবে অঙ্কনের অভিষেক সেশনটা ভালো কাটেনি। হাসান মাহমুদের বলে টনি ডি জর্জির ক্যাচ ফেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার রান ছিল মোটে ২৬। ডি জর্জির রান তখন ছিল মোটে ৬, সেই তিনি সেশন শেষ করেছেন ৪৯ রানে। তার উইকেটটা পেলে বাংলাদেশ সেশনটা আরও ভালোভাবে শেষ করতে পারত হয়তো!

ডি জর্জির দেওয়া ওই সুযোগ নষ্ট করে বাংলাদেশ প্রথম উইকেটের দেখা পেয়েছে দেড় ঘণ্টা পর। তাইজুল ইসলামকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে মিড অনে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকা ৬৯ রানে হারায় প্রথম উইকেট। 

বাংলাদেশ এই সেশনে আর সুযোগ তৈরি করতে পারেনি। এরপর আসা ট্রিস্টান স্টাবসও রান করেছেন হাত খুলে। সেশনটা তাই দক্ষিণ আফ্রিকা শেষ করেছে এগিয়ে থেকেই।