রংপুরের কোচ হলেন মিকি আর্থার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রংপুর রাইডার্স মিকি আর্থারকে তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ৫৬ বছর বয়সী এই কোচ ২৬ নভেম্বর শুরু হওয়া গ্লোবাল সুপার লিগ থেকে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি এই মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও রংপুর দলের দায়িত্বে থাকবেন।

সম্প্রতি আর্থার লঙ্কা প্রিমিয়ার লিগে দাম্বুলা অরা দলের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি ডার্বিশায়ারের ক্রিকেট ডিরেক্টর হিসেবেও নিযুক্ত আছেন। এর আগে আর্থার দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

রংপুর দলের পরিচালক শানিয়ান তানিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এক বছরের চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছি। তিনি এই বছর গ্লোবাল সুপার লিগ ও বিপিএল এই দুটি টুর্নামেন্টের জন্য আমাদের দেখাশোনা করবেন। তিনি আমাদের দলের জন্য একটি দুর্দান্ত সংযুক্তি। স্থানীয় খেলোয়াড়রা তার কোচিংয়ে দারুণ উচ্ছ্বসিত। গত সাত-আট দিন ধরে আমরা মিকির সঙ্গে যোগাযোগ করছি জিএসএল এবং বিপিএলের জন্য দল গঠনে। তিনি খুব সক্রিয়, সব সময় খুশিমনে আমাদের সাহায্য করছেন।’

তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয় রংপুর রাইডার্সের সংস্কৃতির জন্য তিনি উপযুক্ত। তিনি খুব বন্ধুভাবাপন্ন একজন মানুষ। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য তিনি অনেক উপকারে আসবেন। তার বিশাল অভিজ্ঞতা রয়েছে। তিনি ইতিমধ্যে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের মতো অনেক আন্তর্জাতিক দলের দায়িত্ব পালন করেছেন।’

বিজ্ঞাপন

বিপিএলে তিনি এর আগেও কাজ করেছেন। ২০১৫ সালে ঢাকা ডায়নামাইটস দলের কোচ হিসেবে ছিলেন আর্থার।