হতাশ করা দিন শেষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

থমদিনের হিসেব পরিস্কার-পুরো দাপট দক্ষিণ আফ্রিকার

থমদিনের হিসেব পরিস্কার-পুরো দাপট দক্ষিণ আফ্রিকার

দক্ষিণ আফ্রিকার একদিনে মাত্র ২ উইকেট হারিয়ে তুলেছে ৩০৭ রান। চট্টগ্রাম টেস্টের প্রথমদিনের হিসেব পরিস্কার-পুরো দাপট দক্ষিণ আফ্রিকার। গোটা দিন বাংলাদেশের গেল কেবল বলের পেছনে দৌড়ে, বল কুড়িয়ে আনতে!

এমন পরিস্থিতিতে বাংলাদেশের সামনে এই ম্যাচে সামনে বাড়ার উপায় কি? দলের মধ্যে সেই বিষয়ে কি আলোচনা হচ্ছে। দিনের খেলা শেষে বাংলাদেশ কোচ ফিল সিমন্স এই প্রশ্নের উত্তরে বললেন, ‘এখন আমরা একটাই আলাপ করেছি, দ্বিতীয়দিনের সকালে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিতে হবে। এমন অবস্থায় নিজেদের এগিয়ে নিতে হবে যাতে আমরা দক্ষিণ আফ্রিকাকে দ্রুত অলআউট করতে পারি। তারপর আমাদের ব্যাটিংয়ে নামতে হবে...। পাকিস্তানে সম্প্রতি টেস্ট ম্যাচে আমরা দেখেছি একটা দল ৫০০ রান করেছে, তো আরেকটা দল ৮০০ করেছে এবং তারপরও সেই ম্যাচে ফলাফল (হারজিত) হয়েছে। তাই বলা যায়, ফলাফলের (হারজিত) সম্ভাবনা সময়ই থাকে। প্রথমদিন কি হয়েছে সেটা নিয়ে ভাবছি আমরা। চিন্তা করছি কিভাবে দ্বিতীয়দিন সকালে ভিন্ন কিছু করা যায়। যদি এই সময়টায় আরো কয়েকটা উইকেট নিতে পারি তাহলে নিজেদেরকে আমরা একটা অবস্থানে রাখতে পারবো। অন্য যে কোনো কিছু চিন্তা করার আগে আপনাকে চিন্তা করতে হবে কিভাবে টেস্ট ম্যাচটা জেতা যায়।’

বিজ্ঞাপন

চন্ডিকা হাথুরুসিংহের হাতে বরখাস্তের চিঠি ধরিয়ে দিয়ে সেদিনই নতুন কোচ হিসেবে ফিল সিমন্সকে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব দেয় বিসিবি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর মাত্র দুদিন আগে তিনি দলের সঙ্গে যোগ দেন। দলের সবার নামও এখন পর্যন্ত সম্ভবত তার মুখস্ত হয়নি। এমন পরিস্থিতিতে তাকে দায়িত্ব নিতে হয়। বাংলাদেশের কোচ হিসেবে তার অভিষেকটা সুখকর কিছু হয়নি। ঢাকায় সিরিজের প্রথম টেস্ট ৭ উইকেটে হারে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথমদিনের পুরো সময় জুড়ে বাংলাদেশ শুধু চেয়ে চেয়ে দেখল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। দুটি সেঞ্চুরির সুবাদে স্কোরবোর্ডে জমা তাদের তিনশ পেরিয়ে গেছে। দ্বিতীয় দিন সেই সঞ্চয় আরো সমৃদ্ধ করার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকায়। বাংলাদেশের ক্রিকেটের এমন ভঙ্গুর চেহারায় নিজের ক্রিকেট দর্শন ও কোচিং পদ্ধতি প্রসঙ্গে নতুন কোচ বলছিলেন, ‘ দেখুন মাত্র আট- দশদিনে তো আপনার সব ক্রিকেট আইডিয়া, পদ্ধতি বা কৌশলের প্রয়োগ আপনি ঘটাতে পারবেন না। তবে টেস্ট ক্রিকেট সম্পর্কে এবং টেস্ট ক্রিকেট কেমনভাবে খেলা উচিত সেই চিন্তার প্রয়োগ করার একটা চেষ্টা অন্তত করতে পারেন। আমার ক্রিকেট দর্শনের মুল অংশটা হলো প্রস্তুতিটা সঠিকভাবে হতে হবে। আমাদের কঠিন পরিশ্রম করতে হবে, মাঠে সবকিছুর জন্য নিজেদের উজাড় করে দিতে হবে। আজ আমাদের কঠিন দিন গেছে, আগামীকাল আমরা ঘুরে দাড়াবো।’

কোচের সেই ইচ্ছে কি দ্বিতীয়দিন দল পুরো করতে পারবে। না পারলে এই সিরিজের ফল দ্বিতীয়দিনেই আপনি লিখে দিতে পারেন, ২-০!

বিজ্ঞাপন