তিন ওভারে তিন উইকেট তাইজুলের, ম্যাচে ফিরল বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের প্রথম আর দ্বিতীয় দিনে পার্থক্য দেখা যাচ্ছে না খুব একটা। প্রথম দিনে বোলারদের গলদঘর্ম হতে হয়েছে উইকেট পেতে, আজও তাই হচ্ছে। প্রথম দিন এত কিছুর মধ্যেও সফল বোলার একমাত্র তাইজুল ইসলামই ছিলেন, আজও সে তকমাটা তারই আছে।

বিফল এক ঘণ্টার পর তিন ওভারে তিন উইকেট তুলে নিয়েছেন তিনি। আর তাতেই বাংলাদেশ ফিরে এসেছে ম্যাচে।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিনে আজ শুরু থেকেই ফ্রন্টফুটে ছিলেন দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটার টনি ডি জর্জি আর ডেভিড বেডিংহ্যাম। রান উঠছিল দ্রুত গতিতে।

প্রথম এক ঘণ্টায় বাংলাদেশ উইকেটের দেখা পায়নি তাই। শেষমেশ সে সাফল্যটা এল তাইজুল ইসলামের হাত ধরে। তার বলে বোল্ড হন ৫৯ রান করা ডেভিড বেডিংহ্যাম। 

বিজ্ঞাপন

গতকাল বিকেল থেকেই তিনি ছিলেন মারমুখি মেজাজে। আজ সকালেও তা বদলায়নি। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তিনি তুলে নেন আজ সকালে। তিনি যে উইকেটটা খোয়ালেন, সেটাও তুলে মারতে গিয়ে বলের লাইন মিস করেই।

তাইজুল এরপর ডি জর্জিকেও ফিরিয়েছেন। তাইজুলকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন ডি জর্জি। তার ইনিংস শেষ হয় ১৭৭ রানে। 

আগের ইনিংসের সেঞ্চুরিয়ান কাইল ভেরেইনাকে এরপর ফেরান তাইজুল, তিনিও এলবিডব্লিউর ফাঁদেই পড়লেন। ফিরলেন রানের খাতা খোলার আগে। ডি জর্জির মতো তিনিও রিভিউ করেন আম্পায়ারের সিদ্ধান্ত। তাতে সফল হননি কেউই, উল্টো রিভিউ গচ্চা যায় দক্ষিণ আফ্রিকার।