ফারুকের চিন্তায় সাকিব আছেন, তামিম নেই
দুটি প্রশ্ন। প্রশ্নটা গেল সাংবাদিকদের কাছ থেকে। উত্তর দাতা বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
প্রথম প্রশ্ন: সাকিব কি খেলবেন আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে?
দ্বিতীয় প্রশ্ন: তামিম ইকবাল কি জাতীয় দলে ফিরছেন?
দুটো প্রশ্নেরও সরাসরি উত্তর দিলেন ফারুক আহমেদ। কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না ঘোরপ্যাঁচে না গিয়ে যা বললেন তাতে বিষয়টা স্পষ্ঠ; সাকিব আছেন, তামিম নেই!
শুনি কি বলেছেন বোর্ড সভাপতি।
সাকিবের বিষয়ে ফারুক বলেন, ‘আমি যতোদুর জানি সাকিব আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের জন্য অ্যাভেইলেবল। যেহেতু এখনো দল দেয়নি তার মানে অ্যাভেইলেবল আছে সে।’
সাকিব আল হাসান বাংলাদেশ দলের হয়ে সর্বশেষ খেলেছেন ভারত সফরে টেস্ট সিরিজে। ক্যারিয়ারের শেষ টেস্ট তিনি মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এসে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন। শুরুতে মিরপুরে সাকিবের জন্য বিদায় মঞ্চ সাজানোর একটা পরিকল্পনাও স্থির হয়ে গিয়েছিল প্রায়। কিন্তু শেষ সময়ে এসে পরিস্থিতি বদলে যায়। পক্ষে-বিপক্ষে গা জোয়ারিতে পরিকল্পনা পাল্টে ফেলতে হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিবি সাকিবকে এই সিরিজে খেলতে আসতে নিষেধ করে।
ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমপি ছিলেন সাকিব আল হাসান। সেই আন্দোলন চলাকালে সাকিব নীরব থাকলেও পরে সেই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাসও দেন সাকিব। কিন্তু তা সত্তে¡ও তার প্রতি সাধারণের জনরোষ কমেনি। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে নিরাপত্তার কারণ দেখিয়ে এখন দেশে ফিরতে অনুৎসাহিত করে বিসিবি। সাকিবও নিজেও স্পোর্টস বাংলাকে জানান, ‘আমার নিরাপত্তার জন্য সবাই আমাকে আসতে নিষেধ করেছে। তাই এখন দেশে আসছি না।’
আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজটা হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ। বিদেশের মাটিতে শেষ দুটি সিরিজে সাকিব বাংলাদেশের হয়ে খেলেছেন। এই দুটি সিরিজ ছিল যথাক্রমে পাকিস্তান ও ভারতে। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আমিরাতেও তাই খেলায় বাড়তি কোনো সমস্যা নেই। তাই এই সিরিজে তাকে দেখা যেতেই পারে। নির্বাচকরাও বলেছেন, তাদের কাছে ফিজিওর যে রিপোর্ট রয়েছে তাকে সাকিব ফিট।
ফিরি দ্বিতীয় প্রশ্নে তামিম ইকবাল প্রসঙ্গে। গত ডিসেম্বরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করার পর থেকে তামিম ইকবাল বাংলাদেশের হয়ে কোনো সিরিজে নেই। বিপিএল খেলেছেন। কিন্তু আর্ন্তজাতিক ক্রিকেটে নেই তিনি প্রায় বছর খানেকের বেশি সময় ধরে। মাঝে তাকে ভারতে টেস্ট সিরিজে পুরোটা সময় জুড়ে ধারাভাষ্যকার হিসেবেও দেখা গেছে। সেই তামিম ইকবাল আবার বাংলাদেশ দলে ফিরছেন- এমন একটা সম্ভাবনার বাতাস উড়ানো হচ্ছে। সেই প্রশ্নে বিসিবি সভাপতি উত্তরটা খুব বেশি বড় করেননি। ফারুক আহমেদ শুধু জানিয়েছেন, ‘এই মুহূর্তে এমন কোনো নিউজ আমার কাছে নেই।’
বিসিবি সভাপতির উত্তরটা বিশ্লেষণ করলে কি সমাধান পেলেন সেটা জানতে শিরোনামটা জোরে উচ্চারণ করেন। আপনার কৌতুহলের উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন!