ব্রাজিল কোচও দাঁড়ালেন ভিনির পাশে
ব্যালন ডি’অরে শেষ দিন পর্যন্ত ফেভারিট ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে শেষমেশ ব্যালন ডি’অর তিনি পাননি, পেলেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি এর্নান্দেজ। ভিনিসিয়ুস জুনিয়রের এভাবে ব্যালন ডি’অর বঞ্চিত হওয়ার ফলে তার প্রতি অবিচার করা হয়েছে, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
তবে দরিভাল উল্লেখ করেন যে, তিনি স্পেন এবং ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে নিয়ে কোনো ক্ষোভ পোষণ করেন না, যিনি ব্যালন ডি’অর প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের চেয়ে এগিয়ে শেষ করেছিলেন।
তিনি বলেন, ‘আমার মতে, এটা একটা অন্যায় পরিস্থিতি। বিশেষ করে এটি একটি ব্যক্তিগত পুরস্কার হওয়ার কারণে।’
রদ্রির প্রতি তার কোনো ক্ষোভ নেই, তা পরিষ্কার জানিয়ে দেন দরিভাল, ‘যে এই পুরস্কারটা জিতেছেন তার বিরুদ্ধে আমার কিছু বলার নেই, বরং বিপরীতভাবে, এটা স্প্যানিশ ফুটবলের একজন মহান খেলোয়াড়ের স্বীকৃতি। তবে ভিনিসিয়ুস তার কাজের জন্য আলাদা মনোযোগ পাওয়া উচিত ছিল।’
দরিভাল আরও উল্লেখ করেন যে ভিনিসিয়ুসের প্রতি এই ‘অবিচার’ ব্রাজিল ও অন্যান্য দেশের তার ভক্তরা বুঝতে পেরেছেন। তিনি বলেন, ‘ভিনিসিয়ুসের জেতা সবচেয়ে বড় পুরস্কার ছিল তার দেশের মানুষের স্বীকৃতি ও শ্রদ্ধা। ব্রাজিলের বিশাল সংখ্যক মানুষ এই অন্যায়টি বুঝতে পেরেছেন, যে খেলোয়াড়টি ন্যায়সঙ্গতভাবে এই পুরস্কারটি পেতে পারতেন।’
ইউরোপ ও স্পেনের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ তাদের তারকা খেলোয়াড় পোডিয়ামে না উঠতে পারার কথা জানার পর প্যারিসে অনুষ্ঠিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি, ভিনিসিয়ুসের প্রতি পূর্ণ সমর্থন দেখিয়েছে ক্লাবটি।
ভিনিসিয়ুসের রিয়াল মাদ্রিদ সতীর্থরাও এই বিষয়ে তাদের অসন্তোষ এবং খেলোয়াড়টির প্রতি সমর্থন সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।