অধিনায়ক রিজওয়ানের প্রথম মিশনেই নেই স্পিনার
পাকিস্তান রীতিমতো ধুঁকছিল। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ আর তারপর ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হার দিয়ে সিরিজ শুরু। এমন পরিস্থিতিতে দুই স্পিনার সাজিদ খান আর নোমান আলীর দ্বারস্থ হয় দলটা। খাদের কিনারে থাকা পাকিস্তানকে শেষ দুই ম্যাচে জয় এনে দিয়েছেন এই দুই জনই।
তবে পাকিস্তান তার পরই ম্যাচে নামছে কোনো স্পিনারকে দলে রাখা ছাড়া। কারণটা অবশ্য পরিষ্কার। ম্যাচটা হচ্ছে অস্ট্রেলিয়ায়, এখানে স্পিনারদের কর্তব্য থাকে সামান্যই। তাই মূল দায়িত্বটা এসে বর্তেছে দলের পেস আক্রমণের ওপর।
আগামীকাল সোমবার সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে পাকিস্তান। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচ হবে মেলবোর্নে। বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে এই লড়াই।
এই ম্যাচ দিয়ে বাবর আজম, শাহিন শাহ্ আফ্রিদি আর নাসিম শাহরা ফিরবেন দলে। এই ম্যাচ আরও এক কারণে গুরুত্বপূর্ণ। সম্প্রতি সাদা বলের অধিনায়কত্বের জন্য মোহাম্মদ রিজওয়ানকে দায়িত্ব দিয়েছে পিসিবি। অধিনায়ক হিসেবে এই ম্যাচ দিয়েই যাত্রা শুরু হচ্ছে রিজওয়ানের। তিনি এই সিরিজে সহ-অধিনায়ক হিসেবে পাচ্ছেন আগা সালমানকে।
পাকিস্তান একাদশ– মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গুলাম, আগা সালমান (সহ-অধিনায়ক), মোহাম্মদ ইরফান খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ্, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন।